কুড়িগ্রামে ৩ জন সন্ত্রাসী গ্রেফতার।
রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধিঃ
নাশকতা প্রতিরোধে কুড়িগ্রাম জেলা পুলিশের বিশেষ অভিযানে জেলার তিনটি উপজেলার তিনজন সন্ত্রাসী গ্রেফতার হয়েছে।
গত ২৪ ঘণ্টায় পরিচালিত এই অভিযানে জেলা পুলিশ ভূরুঙ্গামারী, সদর ও রাজিবপুর এলাকা থেকে তাদের আটক করে।
পুলিশ জানায়, ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের মোঃ নুরুল ইসলাম (৪৬) দীর্ঘদিন ধরে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।
তিনি ছাত্রলীগের সাবেক সভাপতি, ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি ছিলেন।
সাম্প্রতিক সময় এলাকায় ফিরে এলে স্থানীয় ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।
এদিকে, কুড়িগ্রাম সদর উপজেলার ভোগডাঙ্গা ইউনিয়ন থেকে মোঃ জাহাঙ্গীর আলম (৩৮) নামের এক ব্যক্তি গ্রেফতার হন।
তিনি ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং ‘জয়বাংলা ব্রিগেড’ নামক একটি নিষিদ্ধ সংগঠনের সক্রিয় সদস্য বলে জানা গেছে।
গত কয়েক মাস ধরে তিনি ও তার সহযোগীরা বিভিন্ন নাশকতার পরিকল্পনায় লিপ্ত ছিলেন বলে অভিযোগ রয়েছে।
পুলিশের তালিকাভুক্ত এই ব্যক্তি দীর্ঘদিন পলাতক থাকার পর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
অন্যদিকে, রাজিবপুর উপজেলার পাথরডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আবু তাহের মোঃ নুরুজ্জামান (৬৬) কে রাজিবপুর থানা পুলিশ গ্রেফতার করে।
তিনি বিগত সময় বিভিন্ন সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন বলে পুলিশের দাবি।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও ডিবির অফিসার ইনচার্জ মোঃ বজলার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, “নাশকতা প্রতিরোধে জেলা পুলিশ নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করছে।
ইতোমধ্যে ৩ জন গুরুত্বপূর্ণ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে, যাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।”
তিনি আরও জানান, এই অভিযান চলমান থাকবে এবং নাশকতা ও সহিংসতার সঙ্গে জড়িত কেউই ছাড় পাবে না।
এসময়/