বেনাপোলে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক।
মনিরুল আলম মনির, বেনাপোল//
যশোর সীমান্তে অভিযান চালিয়ে মাদক দ্রব্য সহ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি
১১ জুলাই ২০২৫ তারিখে বিজিবি'র যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর টহল দল যশোরের সীমান্তবর্তী স্থল বন্দর পোট থানার আমড়াখালী চেকপোষ্ট এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় শাড়ী, জিরা, ঔষধ এবং কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ৬৬,৭৩,১০০/- (ছেষট্টি লক্ষ তিয়াত্তর হাজার একশত) টাকা।
এ ব্যাপারে যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির অধিনায়ক লে.কর্নেলে সাইফুল্লাহ্ সিদ্দিকী নিশ্চিত করেছেন।
তিনি জানান,সীমান্তে বিজিবির আভিযানিক কার্যক্রম সব-সময়ই অব্যাহত থাকবে।
এসময়/