ঢাকা | বঙ্গাব্দ

নরসিংদীর বেলাবতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 13, 2025 ইং
নরসিংদীর বেলাবতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত। ছবির ক্যাপশন: নরসিংদীর বেলাবতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত।
ad728
নরসিংদীর বেলাবতে ট্রাকচাপায় ব্যবসায়ী নিহত। 

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী জেলা প্রতিনিধি: 

নরসিংদীর বেলাবতে মালবাহী একটি ট্রাকের চাপায় আলকাছ মিয়া (৫৫) নামে এক মুদি ব্যবসায়ী নিহত হয়েছেন। 
রবিবার (১৩ জুলাই) সকালে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণপুর ইউনিয়নের দড়িকান্দি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলকাছ মিয়া একই ইউনিয়নের নোয়াকান্দি (মোল্লাবাড়ি) গ্রামের বাসিন্দা ও নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারের মুদি ব্যবসায়ী ।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলকাছ মিয়া বারৈচা বাজার থেকে দোকানের মালামাল কেনার পর ব্যাটারিচালিত একটি ভ্যানে করে মালামাল নিযে নোয়াকান্দি-জঙ্গুয়া বাজারে ফিরছিলেন। বাজারের অদূরে দড়িকান্দি বাসস্ট্যান্ড পৌঁছালে পিছন থেকে ভৈরবমুখী একটি মালবাহী ট্রাক ব্যাটারিচালিত ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ভৈরব হাইওয়ে থানা পুলিশ।

ভৈরব হাইওয়ে থানার উপ পরিদর্শক (এস.আই) মোঃ রোকনুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ট্রাকটি আটক করা হয়েছে। এই বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবার

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে শিশুসহ একই পরিবার