ঢাকা | বঙ্গাব্দ

আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের দাফন সম্পন্ন।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 6, 2025 ইং
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের দাফন সম্পন্ন। ছবির ক্যাপশন: অধ্যাপিকা মাহমুদা বেগম। [ফাইল ছবি]
ad728
আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের দাফন সম্পন্ন। 

এসময় অনলাইন ডেস্ক : 

 আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের মায়ের দাফন সম্পন্ন। ৬ জুলাই, ২০২৫ইং বাদ যোহর জানাজা নামজ শেষে জুরাইন কবরস্থানে তার বাবার কবরে তাকে সমাহিত করা হয়। 

এর আগে ৬ জুলাই, ২০২৫ ইং রোববার ভোর সোয়া পাঁচটায় রাজধানীর মগবাজার ইনসাফ বারাকাহ কিডনি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের মা, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপিকা মাহমুদা বেগম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খবর বাসস’র। 

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তিনি বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত জটিলতায় ভুগছিলেন।

একমাত্র ছেলে মাহমুদুর রহমান, পুত্রবধূ ফিরোজা মাহমুদ এবং ছোট বোন মনিরা মাহমুদসহ অসংখ্য স্বজন, গুণগ্রাহী ও ছাত্র-ছাত্রী রেখে গেছেন তিনি।

অধ্যাপিকা মাহমুদা বেগম দৈনিক আমার দেশ পাবলিকেশন্সের ভাইস চেয়ারম্যান ছিলেন। 

এছাড়াও কর্মজীবনে তিনি চট্টগ্রাম সরকারি কমার্স কলেজ, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ও তিতুমীর কলেজসহ বিভিন্ন কলেজের বাংলার স্বনামধন্য শিক্ষিকা ছিলেন। 
অধ্যাপিকা মাহমুদা বেগম এর ইন্তেকালে প্রধান উপদেষ্টাসহ উপদেষ্টা মন্ডলী, বিভিন্ন পত্রিকা ও মিডিয়ার সম্পাদকবৃন্দ এবং দেশ বিদেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ শোকবার্তা জানিয়েছেন। 

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন

রমজান উপলক্ষে আরটিভির হিফজুল কোরআন প্রতিযোগিতার সিলেকশন রাউন