প্রিন্ট এর তারিখঃ Jul 12, 2025 ইং || প্রকাশের তারিখঃ Jul 10, 2025 ইং
বেনাপোলে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান।

বেনাপোলে শহীদ আব্দুল্লাহর কবর জিয়ারত করলেন জামায়াত নেতা মাওলানা আজিজুর রহমান।
মসিয়ার রহমান কাজল, বেনাপোলঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত সরকারি শহীদ সোহরাওয়ার্দী বিশ্ববিদ্যালয় কলেজের মেধাবী ছাত্র শহীদ আব্দুল্লাহর বাড়িতে গিয়ে কবর জিয়ারতও পরিবারকে সান্ত্বনা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।
বৃহস্পতিবার (১০ জুলাই ) সকাল ৬.৩০ মিনিটে শহীদ আব্দুল্লার বাড়ি বেনাপোল পোর্ট থানার পৌরসভার বড়আঁচড়া গ্রামে গিয়ে কবর জিয়ারত তিনি।এ সময় তিনি আব্দুল্লাহর মা-বাবা, ভাই-বোন ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করেন পরিবারের খোঁজ নেন।
কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান বলেন,আব্দুল্লাহ এলাকার গৌরব। তার কারণে আজ আমাদের এখানে আসা।শহীদ আব্দুল্লাহ বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন।সে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য নিজের সম্ভাবনাময় জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন। তার আত্মত্যাগের জন্য জাতি আজ গর্বিত। আমি আশা করি, সারা দেশ তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় এসব পরিবারের পাশে থাকবে বলে জানান।
এ সময় উপস্থিত ছিলেন-নিহত আব্দুল্লাহর বাবা আব্দুল জব্বার,অধ্যাপক গোলাম রসুল জেলা আমির, যশোর।মাওলানা হাবিবুর রহমান জেলা নায়েবে আমির, যশোর।গোলাম কুদ্দুস জেলা সহকারী সেক্রেটারি,বেলাল হোছাইন জেলা সহকারী সেক্রেটারি রেজাউল করিম জেলা সহকারী সেক্রেটারি ফারুক হাসান আমির,শার্শা
রেজাউল ইসলাম আমির,বেনাপোল ইউসুফ আলী সেক্রেটারি,বেনাপোলের বিশিষ্ট ব্যবসায়ি মতিয়ার রহমান,এছাড়া শার্শা থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ।
এসময়/
© সকল কিছুর স্বত্বাধিকারী : ESOMOY