ঢাকা | বঙ্গাব্দ

শার্শা'র সীমান্তে ভারতীয় চিংড়ির রেণু পোনাসহ আটক ১।

  • নিউজ প্রকাশের তারিখ : Jul 8, 2025 ইং
শার্শা'র সীমান্তে ভারতীয় চিংড়ির রেণু পোনাসহ আটক ১। ছবির ক্যাপশন: শার্শা'র সীমান্তে ভারতীয় চিংড়ির রেণু পোনাসহ আটক ১।
ad728
শার্শা'র সীমান্তে ভারতীয় চিংড়ির রেণু পোনাসহ আটক ১।

মসিয়ার রহমান কাজল,বেনাপোল//

যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্ত দিয়ে ভারতীয় চিংড়ির রেণু পোনা পাচারের সময় একটি ভলভো পিকআপভ্যান সহ জীবন হোসেন (২২) নামের এক যুবক আটক হয়েছে।

সোমবার (৭ জুলাই) ভোর রাত আনুমানিক ৩টা ২০ মিনিটের সময় কায়বা গ্রামের কামারবাড়ি মোড় এলাকা থেকে এ উদ্ধার ও আটক কার্যক্রম সম্পন্ন করেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। 

আটককৃত জীবন হোসেন' সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার হেলাতলা পোস্টের অন্তর্গত তুলসীডাঙ্গা গ্রামের মোঃ কুদ্দুস আলীর ছেলে।

অভিযানটির নেতৃত্ব দেন কায়বা বিওপিতে দায়িত্বপ্রাপ্ত নায়েব সুবেদার মোঃ ফারুক শিকদার।

তিনি জানান, সীমান্তের মেইন পিলার ১৭/৭-এস এর ২২ নম্বর সাব-পিলার থেকে প্রায় ৫ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে, কায়বা গ্রামের কামারবাড়ি মোড় এলাকা থেকে একটি ভলবো পিকআপ ভ্যান আটক করা হয়। এসময় পিকআপ ভ্যান থেকে ৫০টি টোপ ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা পাওয়া যায়। পরে, চিংড়ির রেণু পোনা ও পিকআপ ভ্যানসহ পাচারচক্রের সদস্য মোঃ জীবন হোসেনকে আটক করা হয়েছে। 

বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত রেণু পোনা ও পিকআপভ্যানটির মোট বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা।

খুলনা ব্যাটালিয়নের (২১ বিজিবি) অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে যশোরের শার্শা উপজেলার কায়বা সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চিংড়ি মাছের রেণু পোনা পাচারের সময় একটি ভলবো পিকআপ ভ্যানসহ এক যুবককে আটক করা হয়েছে। সীমান্ত এলাকায় অবৈধ পণ্য পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে।যেকারণে চোরাকার বারিরা যতো বড় কৌশলী হোক, বিজিবির জালে আটক হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আটককৃত ব্যক্তি ও জব্দ মালামালের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শার্শা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।

এসময়/ 

নিউজটি পোস্ট করেছেন : মোঃ মনিরুজ্জামান

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি